মালদহ ডিভিশনে ৪২ জনের নিয়োগপত্র। মঙ্গলবার ফের আরও একবার রোজগার মেলার মাধ্যমে পূর্ব রেলের মালদহ বিভাগে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন ৪২ জন যুবক যুবতী। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে ৭১০০০ নতুন নিযুক্ত হওয়া কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন।
এই উপলক্ষে মঙ্গলবার পূর্ব রেলের মালদহ বিভাগে রোজগার মেলার দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছিল। এখানে ৪২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়। মোট ৩৯ জন প্রার্থীর নিয়োগ পত্র তুলে দেন মালদা বিভাগের সহকারী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী সুজিত কুমার, এবং অবশিষ্ট ৩ প্রার্থীকে ই-মেইল এবং স্পিড পোস্টের মাধ্যমে নিয়োগ পত্র পাঠানো হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন যুব সমাজের উদ্দেশে ভাষণও দেন।
তিনি জানান, ভারতের মতো দেশে কোটি কোটি যুবক আমাদের বড় শক্তি।প্রধানমন্ত্রী বলেন, “দেশজুড়ে রোজগার ও স্বনির্ভর হওয়ার যে অভিযান চলেছে,তাতে রোজগার মেলা এক নতুন মাত্রা দিচ্ছে। আগামী কয়েক মাসে ভারত সরকার যুবকদের এমন ভাবেই চাকরির নিয়োগপত্র হাতে দেবে। দেশের ৪৫ টি শহরের যুবকদের এদিন নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানান মোদী।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
যাতে দেশের যুবকদের মেধা ও শক্তি দেশের উন্নতিতে সর্বোচ্চ ভাবে কাজে লাগানো যায়, তার জন্য কেন্দ্র সরকার সচেষ্ট রয়েছে ও বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানানো হয়। প্রধানমন্ত্রী সমস্ত নতুন নিয়োগকারীদের জন্য কর্মযোগী প্ররম্ভ মডিউল অনলাইন ওরিয়েন্টেশন কোর্সও চালু করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বি কে রায় সিনিয়র ডিপিও, এবং রেলওয়ের অন্যান্য আধিকারিকরা। নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। নিয়োগ পত্র হাতে পেয়ে কর্মপ্রার্থীরা জানান, তাদের জীবন থেকে দীর্ঘ বেকারত্বের মুক্তি হলো।এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।