মালদহ শহরের চালু হচ্ছে বাজি বাজার । মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মালদহ কলেজ মাঠে আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে বাজি বাজার। খুচরো ও পাইকারি ক্রেতারা এই বাজার থেকে আতসবাজি কিনতে পারবেন। । মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা প্রশাসন যৌথভাবে মালদহ শহরের বাজি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
এতদিন শহরের বিভিন্ন মার্কেটের মধ্যে বাজি পটকা বিক্রি হত। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিনা অনুমতিতে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করত। প্রশাসন সূত্রে জানা যায়, সঠিক নজরদারি চালানোর জন্য ও সুষ্ঠভাবে বাজি বিক্রির জন্য জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ী সংগঠনের যৌথ এই উদ্যোগ। এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, ইংরেজবাজার এবং পুরাতন মালদহের বাজি ব্যবসায়ীদের নিয়ে মালদহ কলেজ ময়দানে আগামীকাল থেকে বাজির বাজার শুরু হবে।
আরও পড়ুন – দীপাবলি ও শ্যামাপূজা নিয়ে রাজারহাট থানা কমিটির প্রশাসনিক বৈঠক
ইতিমধ্যে মালদহ কলেজ মাঠে পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। এই বাজি বাজারের উদ্বোধন করবেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান,যাদের বাজি বিক্রির লাইসেন্স রয়েছে তারাই সেখানে বাজির দোকান করার অনুমতি পেয়েছেন।।
২১ থেকে ২৫ অক্টোবর চলবে বাজিবাজার। সমস্ত জেলাবাসীকে মালদহ কলেজ ময়দান থেকে বাজি কেনার আবেদন জানানো হয় ব্যবসায়ী ব্যবসায়ী সংগঠন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আলাদাভাবে বাজি বাজার হলে চালু হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধা হবে বলে মনে করছেন প্রশাসন ও বাজী ব্যবসায়ীরা।
উল্লেখ্য, মালদহ শহরের চালু হচ্ছে বাজি বাজার । মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মালদহ কলেজ মাঠে আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে বাজি বাজার। খুচরো ও পাইকারি ক্রেতারা এই বাজার থেকে আতসবাজি কিনতে পারবেন। । মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা প্রশাসন যৌথভাবে মালদহ শহরের বাজি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।