মালদহ শুরু হতে চলেছে খাই খাই মেলা ও খাদ্য প্রতিযোগিতা। কথায় আছে বাঙালি মানেই পেটুক। প্রতিবছরই শীতের মাঝামাঝি জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় খাদ্য মেলা ঠিক তেমনি ভাবেই এবারও ভোজন রসিক বাঙালির প্রিয় এক ঝাঁক খাদ্য তালিকা নিয়ে ফের হাজির হয়েছে খাই খাই খাদ্য মেলা। অন্যান্য বছরের ন্যায় এবারেও মালদহের দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে পৌষ পার্বণ ও বর্ষবরণ উৎসবকে সামনে রেখে শুরু হতে চলেছে খাই খাই মেলা ও খাদ্য প্রতিযোগিতা।
মেলা শুরু হবে আগামী ২৩ শে ডিসেম্বর চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। এই মেলা কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে।
খাদ্যমেলা যে কোনও খাদ্যপ্রেমীদের কাছেই যেন স্বর্গের সমান। তবে জেলা বাসীর কাছে দক্ষিণ বালুচরের কল্যাণ সমিতির এই খাদ্যমেলা, ধরনে একটু আলাদা।শুধু জিভে জল আনা একরাশ পদই নয়, খাদ্যমেলায় একাধিক আকর্ষণও।
আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা
এ বিষয়ে দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির সম্পাদক অমিতাভ শেঠ জানিয়েছেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে পৌষ পার্বণ ও বর্ষবরণ উৎসবকে সামনে রেখে আয়োজিত হতে চলেছে খাই খাই মেলা ও খাদ্য প্রতিযোগিতা। এবারে এই মেলা চতুর্থ বর্ষে প্রদান করলো। এই মেলার সূচনা হয় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে।
এই মেলাতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। ১০ দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলে। এখানে কবিতা, আবৃত্তি নৃত্য,অংকন ,সংগীত এবং খাদ্য প্রতিযোগিতাও হবে। শেষের দিন সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার গুণীজন কে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আদিবাসী ভাই বোনদের জন্য সুয়েটার ও টুপি বিতরন করা হবে। মালদহ শুরু