মালদা – মালদা জেলার ইংরেজবাজারে রবিবার রাতে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল। অমৃতি এলাকায় বাইকে আসা দুই দুষ্কৃতী ৩৩ বছরের আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম আতিমুলকে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ।
আতিমুলের বিরুদ্ধে হামলার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকে শুরু করে রাজনৈতিক যোগ—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আতিমুল বেনিয়াগ্রামের বাসিন্দা এবং অতীত সম্পর্ক ও পরিচিতদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে তদন্তকারীরা।
পুলিশি সূত্রে জানা গেছে, আতিমুল ছিলেন একটি খুনের মামলার মূল সাক্ষী। গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ খুন হন। সেই মামলায় তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ও তাঁর ছেলেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে। প্রশাসনের আশঙ্কা, সাক্ষ্য প্রমাণকে দুর্বল করতে আতিমুলকে সরাতেই হামলার পরিকল্পনা হয়েছিল।
স্থানীয় মহলের দাবি, মামলার সাক্ষ্য থেকে সরে দাঁড়ানোর জন্য আতিমুলকে মোটা অঙ্কের টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অস্বীকার করায় তাঁকে নিশানা বানানো হয়। পুলিশ জানিয়েছে, আতিমুলের চিকিৎসা চলছে এবং তাঁর বয়ান তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একইসঙ্গে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে।
