মালদায় ফের চলল গুলি!

মালদায় ফের চলল গুলি!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা –  এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর দুই রাউন্ড গুলি চলার অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। মালদহের ইংরেজ বাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ।

ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ।
গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ওই এলাকায়। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকে পলাতক বলেই জানা গিয়েছে। ঠিক কীভাবে ঘটল গোটা ঘটনা? সূত্রের খবর, শনিবার হোলির রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল।



ঠিক সেই সময় একদল যুবককে ঝামেলারক অবস্থায় তিনি দেখতে পান। একদল যুবক ঝামেলা করতে দেখে কী হয়েছে, তা জিজ্ঞেস করতে যান বিপ্লব। তাতেই নেমে আসে বিপদ। অভিযোগ, এরপরই পকেট থেকে আচমকাই বন্দুক বের করে ওই যুবক।



মূল অভিযুক্ত উত্তম মণ্ডল বিপ্লবকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে বলে অভিযোগ। বাম হাতে গুলি লাগে বিল্পব ঘোষের। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে এই প্রথম এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় ভয়ে কাঁটা এলাকার মানুষ।


এলাকাবাসীর অভিযোগ, এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশার আখড়া বাড়ছে। তারা আতঙ্কে আছেন। অথচ বারবার অভিযোগ সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি তাঁদের। একই অভিযোগ গুলিবিদ্ধ ব্যক্তিরও। তিনি বলেন, “বহিরাগত কিছু ছেলেরা মদ্যপ অবস্থায় ছিল। প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না।”



জখম বিপ্লব ঘোষ জানান, বাজার করতে যাচ্ছিলেন তিনি। দুই গোষ্ঠীর ঝামেলা হচ্ছিল দেখে কারণ জিজ্ঞেস করতে যান। এরপর মেন রাস্তায় প্রকাশ্যে হঠাৎ করেই গুলি চালানো হয়। তিনি আরও বলেন, “৫ মাস ধরে বেরোজগার আমি। বুকের সমস্যার জন্য। হাতে লেগেছে গুলি, পেটে বা বুকে লাগলে তাহলে কী হত?” অভিযুক্তদের শাস্তির দাবির পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন জখম ওই ব্যক্তি।

প্রসঙ্গত, মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় হোলির দিনই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় পঞ্চায়েত সেক্রেটারির। ঘটনা সূত্রে জানা গিয়েছে, এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদ কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে। শুধু তাই নয়, এই ঘটনায় আহত হয় দুই পক্ষের প্রায় ছয় জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top