মালদা – মালদা জেলার রতুয়ায় হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, একটি দুর্গা মন্দির নির্মাণকে কেন্দ্র করে ‘জেহাদিদের’ আক্রমণে সনাতন ধর্মাবলম্বীরা আক্রান্ত হয়েছেন। ভিডিওতে কিছু ব্যক্তিকে পাথরবৃষ্টি করতে দেখা গেলেও, সেই ভিডিওর সত্যতা এইদিন যাচাই করেনি।শুভেন্দু অধিকারীর অভিযোগ, “আবারো রাতের অন্ধকারে রতুয়ায় জেহাদিদের হাতে আক্রান্ত হলেন সনাতনীরা। মন্দির বানানোর ‘অপরাধে’ চললো ইটবৃষ্টি। আর হামলার সময় পুলিশের দেখা মিলল না। কারণ, যারা হামলা চালাচ্ছে তারা মুখ্যমন্ত্রীর ‘স্নেহধন্য’।”তিনি আরও স্মরণ করিয়ে দেন, কলকাতা হাইকোর্ট শুধুমাত্র মুর্শিদাবাদের জন্য নয়, গোটা রাজ্যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকলেও, প্রয়োজনে মেয়াদ বাড়ানো এবং উত্তপ্ত এলাকাগুলিতে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।নিজের পোস্টে “মমতা ভাগাও হিন্দু বাঁচাও” হ্যাশট্যাগ ব্যবহার করে শুভেন্দু সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে, একজন ফেসবুক ব্যবহারকারীর দাবি অনুযায়ী, দুর্গা মন্দির নির্মাণকে ঘিরেই এই বিবাদের সূত্রপাত।
