মালদা – বৃহস্পতিবার মহা দশমীর পুণ্যতিথিতে দেবী বিদায়ের আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে চলল দশমীর পূজোপাঠ ও সিঁদুর খেলার আচার। প্রতি বছরের মতো এবারও মালদা শহরের শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা অংশ নিলেন এই বিশেষ আয়োজনে।
সকালে পূজা শেষে দেবীর চরণে সিঁদুর অর্পণ করেন পুজো কমিটির মহিলারা। এরপরই শুরু হয় সিঁদুর খেলার আনন্দ। বয়স নির্বিশেষে মা-মাসি, কাকিমা, বৌদিরা একে অপরের কপাল ও সিঁথিতে সিঁদুর লেপন করে মেতে ওঠেন মিলন উৎসবে।
বিদায়ের বিষাদঘন পরিবেশেও রঙিন হয়ে উঠল মণ্ডপ প্রাঙ্গণ। ভক্তদের বিশ্বাস, সিঁদুর খেলা দেবীর আশীর্বাদ ও সমৃদ্ধির প্রতীক, যা পরবর্তী বছর পর্যন্ত আনন্দ ও শুভ শক্তির বার্তা বয়ে নিয়ে যায়।
