মালদায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা, উদ্বোধন হলো ট্যাবলো

মালদায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা, উদ্বোধন হলো ট্যাবলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় এবারও আয়োজিত হতে চলেছে বহুপ্রতীক্ষিত “আম মেলা”। আগামী ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত মালদা কলেজ ময়দানে চলবে এই আম উৎসব। শুধুমাত্র মালদা জেলার নয়, রাজ্যের অন্যান্য জেলার নানা স্বাদের, নানা প্রজাতির আম এই মেলায় থাকবে বিক্রির জন্য। সঙ্গে থাকবে আম দিয়ে তৈরি বিভিন্ন পণ্য যেমন আমসত্ত্ব, আমের মিষ্টান্ন, স্কোয়াশ, জ্যাম, জেলি, প্যাকেটজাত রস এবং অন্যান্য খাদ্যসামগ্রী।

এই মেলার প্রচার ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দুটি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই ট্যাবলো দু’টি বিভিন্ন এলাকায় ঘুরে এই মেলার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং আম মেলার গুরুত্ব তুলে ধরবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জেলাপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলার মাধ্যমে একদিকে যেমন কৃষকদের উৎপাদিত আম বিক্রির সুযোগ তৈরি হবে, অন্যদিকে মালদার ঐতিহ্যবাহী আম শিল্পকে তুলে ধরা যাবে দেশ-বিদেশের ক্রেতা ও পর্যটকদের সামনে। জেলার অর্থনীতিকে শক্তিশালী করতেও এই ধরনের উৎসব বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top