মালদা: লাল কাপড়ে জড়ানো সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। বুধবার ভোরে রেললাইনের ধারে দেহটি দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের অনুমান, আশেপাশে মালদা মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই মৃত শিশুর দেহটি ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। দেহের পাশে একটি ব্যাগও পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, দেহটি এক পুত্র সন্তানের এবং মৃত্যু হওয়ার পরই সম্ভবত এভাবে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা দুর্গা পাল বলেন, “মারা যাওয়ার পর অন্তত দেহটি মাটিতে দেওয়া যেত। এইভাবে ফেলে রাখা অত্যন্ত অমানবিক। কুকুর বা অন্য প্রাণী সহজেই দেহটি ক্ষতিগ্রস্ত করতে পারে।”
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেল পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা সদ্যোজাতের দেহ এখানে ফেলে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়েছে।
