নিজস্ব সংবাদদাতা,মালদা,২ রা আগস্ট : জাতীয় পতাকার অবমাননা। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ, মানুষের নজরে পড়লো মালদায় হেড পোস্ট অফিসে উড়ল উল্টো জাতীয় পতাকা। এই ঘটনায় পোস্ট হেড পোষ্ট অফিস এর পক্ষ থেকে কোন মন্তব্য করতে চাইনি কেউ। যদিও এই ঘটনায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছে জেলাবাসী। ভারতীয় জাতীয় পতাকা ভারতবর্ষের মানুষের গর্ভ। সকাল থেকে দুপুর পর্যন্ত উল্টোভাবে ঝুলানো ছিল হেড পোস্ট অফিসে। নিয়ম অনুযায়ী পতাকার গেরুয়া রং থাকে ওপরে মাঝখানে সাদা এবং সবার নিচে থাকেন সবুজ রঙ। কিন্তু এদিন দেখা গেল যে সবুজ রঙ উপরে এবং নিচে গেরুয়া রং। স্বভাবতই পথচলতি মানুষদের নজরে পড়ে উল্টো পতাকা। এর পরেই চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় হেড পোস্ট অফিসের কতৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান। কিন্তু কিভাবে এত বড় ভুল হল তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পোস্ট অফিসের কর্তৃপক্ষ। শহরের বিদ্বজনেরা এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
বেলা দুটা নাগাদ, বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পতাকা নামিয়ে আবার সোজা করে পতাকা উত্তলন করা হয়।
মালদায় হেড পোস্ট অফিসে উড়ল উল্টো জাতীয় পতাকা
মালদায় হেড পোস্ট অফিসে উড়ল উল্টো জাতীয় পতাকা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram