মালদা -মালদার ইংরেজবাজার থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তারা আড়াই কেজি মাদকসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া তিনজন হলেন— মিনাজুল শেখ ওরফে পাপ্পু, জসিমুদ্দিন মোমিন এবং করিম মোমিন। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচকের শেরশাহি এলাকায়। শনিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই মাদক বিহারের হায়দার আলীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং মালদা সহ আশপাশের জেলাগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পুলিশের অনুমান, এটি একটি বৃহৎ পাচারচক্রের অংশ এবং ধৃতদের সঙ্গে চক্রের অন্য সদস্যদের যোগাযোগ রয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে মালদা মাদক পাচারের একটি প্রধান রুট হিসেবে চিহ্নিত হয়েছে। আগেও বহু পাচারকারী এখানে ধরা পড়েছে। পুলিশ ইতিমধ্যেই চক্রের বিস্তার, অন্যান্য জড়িতদের খোঁজ এবং মাদক কোথায় কোথায় সরবরাহ করা হতো— তা জানার জন্য তদন্ত শুরু করেছে।
