মালদার অম্লানের বাড়ি এখন এক আস্ত সংগ্রহশালা! দুষ্প্রাপ্য মুদ্রা থেকে শতাব্দী প্রাচীন সামগ্রীতে ভরপুর

মালদার অম্লানের বাড়ি এখন এক আস্ত সংগ্রহশালা! দুষ্প্রাপ্য মুদ্রা থেকে শতাব্দী প্রাচীন সামগ্রীতে ভরপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – মালদার রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা অম্লান চক্রবর্তী—বিজ্ঞানের ছাত্র হলেও মন পড়ে থাকে ইতিহাসের পাতায়। বর্তমানে তিনি চেন্নাইয়ে মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণা করছেন, তবে তাঁর নেশা একেবারেই ভিন্ন—ঐতিহাসিক নিদর্শন ও দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা।

বছরের পর বছর ধরে তিনি সংগ্রহ করেছেন সুলতানি, মুঘল এবং টিপু সুলতান আমলের দুর্লভ মুদ্রা, যার মধ্যে রয়েছে রৌপ্য ও স্বর্ণের মুদ্রাও। এমনকি বিশ্বের সব থেকে ছোটো মুদ্রা ‘ফানাম’-ও রয়েছে তাঁর সংগ্রহে।

অম্লানের বাড়ি এখন যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। তাঁর সংগ্রহে আছে দেশ-বিদেশের পুরোনো ডাকটিকিট, প্রায় দেড়শো বছর আগের হাতির দাঁতের অলঙ্কার বাক্স, পুরোনো আতরদানি, এবং আরও বহু দুষ্প্রাপ্য ঐতিহ্যবাহী সামগ্রী।

ইতিহাসপ্রেমী অম্লানের এই অনন্য উদ্যোগ কেবল নেশা নয়, বরং এক ব্যক্তিগত জাদুঘর গড়ে তোলার স্বপ্ন। তাঁর বাড়ি আজ মালদার সংস্কৃতি ও ঐতিহ্যের এক গর্বের প্রতীক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top