নিজস্ব সংবাদদাতা,মালদহ,৮ ই আগস্ট : ভর দুপুরে গুলি করে খুন। মালদহ জেলার কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম নুর আলম(৩২)কে বা কারা খুন করেছে তা এখন পর্যন্ত জানা যাইনি।
বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ বাখরপুরে একটি পাট ক্ষেতের ধারে মাথায় গুলি লাগা অবস্থায় মৃতদেহটি পড়েথাকতে দেখাযায়। স্থানীয় মানুষেরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।