মালদা – মালদা জেলার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর পদার্পণ করল ২৯তম বর্ষে। প্রতিবছরের মতো এবারও তাদের পুজোয় থাকছে চমক। জেলার সেরা দশের মধ্যে স্থান পাওয়া এই পূজা মণ্ডপের এবারের বিশেষ থিম— “রইল না মোর ঘরের চাবি মোদের হাতে”।
এই থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরতে চান রাজমিস্ত্রি ও অট্টালিকা নির্মাতাদের জীবনের বাস্তব চিত্র। যারা দিন-রাত পরিশ্রম করে বিশাল অট্টালিকা গড়ে তোলেন, তাদের অধিকাংশেরই জীবনযাপন সীমাবদ্ধ থাকে ছোট কুঁড়েঘরে। অট্টালিকা তৈরি হলেও সেই ঘরের চাবি চলে যায় ধনীদের হাতে, অথচ নির্মাতারা নিজেদের ঘরেই বঞ্চিত থাকেন। মণ্ডপে বিভিন্ন মডেলের মাধ্যমে সেই বৈপরীত্যই দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হবে।
শুধু থিম নয়, পুজোর ক’দিন সামাজিক সেবামূলক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
