মালদার সব গ্রামপঞ্চায়েতের প্রধান ও সমিতির সভাপতি তৃণমূলের করতে হবে। তৃণমূল ৭০শতাংশ পঞ্চায়েত একক ভাবে দখল করেছে। ২০শতাংশ ত্রিশঙ্কু রয়েছে। সমস্ত ত্রিশঙ্কু পঞ্চায়েত দখল করতে হবে। মালদায় ত্রিশস্তর পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। তিনি বলেন কংগ্রেসের বড় বড় রাঘববোয়ালরা আমার সাথে যোগাযোগ করছে।
মুর্শিদাবাদের কায়দায় প্রথম সারির বিরোধী জন প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তাসের ঘরের মত ভেঙে পরবে বাম কংগ্রেস ও বিজেপি। মালদা কলেজ অডিটোরিয়ামের এই সভায় নব নির্বাচিত জনপ্তিনিধিদের সর্তক করে শুভেন্দু বলেন প্রধান সভাপতি ও সভাধীপতি নির্বাচনের ক্ষেত্রে দলের হুইপ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে দল বিরোধী আইনের ব্যবস্থা নেবে দল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও ব্লকস্তরের সমস্ত নেতৃত্ব।