মালদায় আই এন টি ইউ সি থেকে 154 জন তৃণমূলে যোগ

মালদায় আই এন টি ইউ সি থেকে 154 জন তৃণমূলে যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদায় কংগ্রেসের রক্তক্ষয় অব্যহত। ফলে শ্রমিক সংগঠনে ভাঙন। কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি থেকে 154 জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতা দুলাল সরকার আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল। কংগ্রেসের নেতৃত্বের অভাব তাই দলত্যাগ দাবি দল‌ ত্যাগিদের।

 

ভয় , প্রলোভনের রাজনীতি করছে শাসক দল কটাক্ষ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে রেলের হকার্স ইউনিয়নের একটা বড় অংশ দখল করে রেখেছিল কংগ্রেস। সেই হকার্স ইউনিয়নে এবারে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। 154 জন আই এন টি ইউ সি কর্মী কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া আই এন টি ইউ সি নেতা রতন তেওয়ারি বলেন,এতদিন অভিভাবক হীন ছিলেন তারা। অভিভাবক পাওয়ায় তারা খুশি। তৃণমূলের হাত ধরে তাদের উন্নয়ন হবে বলে দাবি হকার্স ইউনিয়ন নেতার। যদিও ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে হকার্স ইউনিয়নের রদবদল করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বলাই ভট্টাচার্য বলেন,দলবদলের ফলে কংগ্রেসের ক্ষতি হলো। কি কারনে এই দলবদল তা খতিয়ে দেখবে দল।

আর ও পড়ুন      ঘরের মধ্যেই গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

উল্লেখ্য, মালদায় কংগ্রেসের রক্তক্ষয় অব্যহত। ফলে শ্রমিক সংগঠনে ভাঙন। কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি থেকে 154 জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতা দুলাল সরকার আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল। কংগ্রেসের নেতৃত্বের অভাব তাই দলত্যাগ দাবি দল‌ ত্যাগিদের। ভয় , প্রলোভনের রাজনীতি করছে শাসক দল কটাক্ষ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে রেলের হকার্স ইউনিয়নের একটা বড় অংশ দখল করে রেখেছিল কংগ্রেস। সেই হকার্স ইউনিয়নে এবারে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। 154 জন আই এন টি ইউ সি কর্মী কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top