নিজস্ব সংবাদদাতা,মালদা, ২০ শে ডিসেম্বর : মালদা জেলাকে পোস্ত চাষ মুক্ত জেলা গড়তে উদ্যোগ মালদা জেলা পুলিশের। জেলাজুড়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। মালদার হবিবপুরে ড্রোন উড়িয়ে এলাকার ছবি দেখলেন পদস্থ পুলিশ আধিকারিকরা।
আফিম চাষে বরাবরই নাম উঠে আসে মালদা জেলার। একসময় মালদার কালিয়াচক বৈষ্ণবনগর, হবিবপুর আফিম চাষের জন্য সংবাদ শিরোনামে উঠে আসে। ২০১৬ সালের পর সেই চিত্র কিছুটা পাল্টেছে। এবারে এই জেলাকে আফিম চাষ মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করলো মালদা জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত গুলোর পাশাপাশি সতর্ক করা হয়েছে এলাকার পুলিশের বিভিন্ন শাখাকে।জেলায় যাতে আর আফিম চাষ না হয় সেই কারনে আকাশে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। মালদার হবিবপুর ও কালিয়াচক এলাকায় ড্রোন’ আকাশে উড়িয়ে এলাকা পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মালদা জেলা পুলিশের ডিএসপি শ্যামল কুমার মন্ডল বলেন মালদা জেলাকে আফিম চাষ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে তার আগে এলাকায় নজরদারি চালানো হচ্ছে। কোন ভাবে যাতে কোনো ফাঁক ফোকরে আফিম চাষ না হয় তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
মালদা জেলাকে পোস্ত চাষ মুক্ত জেলা গড়তে উদ্যোগ
মালদা জেলাকে পোস্ত চাষ মুক্ত জেলা গড়তে উদ্যোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram