বাস স্ট্যান্ড থাকলেও বাস আসে না ফলে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের l এই কারনে রবিবার সকাল থেকে মালদা ডিটলহাট রাজ্য সড়ক অবরোধ করে হরিশংকরপুর বাসট্যান্ড কমেডি ও এলাকার সাধারণ মানুষ l এর ফলে আটকে পরে নালাগোলা বালুরঘাট গামী বেশ কয়টি বাস l পুলিশের আশ্বাসে অবরোধমুক্ত হয়নি মালদা ডিটল রাজ্য সড়ক l বাস চালু না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি স্থানীয়দের প্রসঙ্গত মালদার শেষ প্রান্ত হচ্ছে হরিশংকরপুর বামন গোলা থানার নালাগোলা পর্যন্ত l বারবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত প্রশাসন কোন উদ্যোগ নেয়নি তাই রবিবার সকাল থেকেই মালদা ডিটলহাট রাজ্য সড়ক অবরোধ চলেl