নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ ফেব্রুয়ারি, মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার মালদা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভার।
এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উজ্জল সাহা, সহ-সভাপতি উজ্জল চৌধুরি, কার্যকরী সভাপতি অমিত কুমার পাল সহ অন্যান্যরা। এ বিষয়ে সংগঠনের সভাপতি উজ্জল সাহা জানান, এদিন মালদা ডিপো থেকে ওয়েল ট্যাংকার সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মালদা ডিপোর অন্তর্গত ওয়েল ট্যাংকার-এর মালিকরাও উপস্থিত ছিলেন এদিন। জেলায় তাদের এই সংগঠন আরোও মজবুত করার জন্য আহ্বান জানান উজ্জ্বল বাবু।