মালদা বিভাগে পেনশন আদালত বসল

মালদা বিভাগে পেনশন আদালত বসল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা বিভাগে পেনশন আদালত বসল। দীর্ঘদিন ধরে পূর্ব রেলওয়ে মালদহ ডিভিশনে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ও তার পরিবারের অভিযোগ ছিল, তাদের পেনশন সময় মত হচ্ছে না। অনেকে আবার দু তিন বছর পেরিয়ে গেলেও এখনও পেনশনের মুখ দেখেননি। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ ছিল তাদের।

 

অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের রেলওয়ে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া নিয়েও অভিযোগ ছিল।
অবশেষে বৃহস্পতিবার পূর্ব রেলের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বিভিন্ন অভিযোগের সমাধানের উদ্দেশ্যে পূর্ব রেলের মালদা বিভাগে পেনশন আদালত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

মালদা বিভাগের যেসব কর্মীরা অবসর নিয়েছেন এবং কর্মীদের পরিবারের সদস্যরা পেনশনে পাওয়া নিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ সেসব সমাধানে পেনশন আদালত বসে মালদহ রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের অফিসে। এই সভায় উপস্থিত ছিলেন মালদহ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার বিকাশ চৌবে এবং অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার সুজিত কুমার সহ অন্যান্য শাখা আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন মালদার বিভাগীয় রেলওয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট সুদীপ্ত বোস।

 

সিএমএস, সুদীপ্ত বোস তার বক্তব্যে পেনশনভোগীরা রেলওয়ে হাসপাতালে কিভাবে সুবিধা পেতে পারেন এবং তাদের জন্য কি কি সুবিধা রয়েছে সে সমস্ত কিছু তিনি তুলে ধরেন। সমস্ত পেনশন ভোগীদের সুবিধার্থে মালদা বিভাগ একটি উদ্যোগ নিয়েছে “প্রণাম” একটি হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। পেনশনভোগীরা যেকোনো সময় তারা তাদের অসুবিধার কথা জানাতে পারেন এই “প্রণাম” হেল্প লাইন নাম্বারেএ যা খোলা থাকবে সকাল ১১.০০ টা থেকে সন্ধে ৬.০০ টা পর্যন্ত।

 

মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ চৌবে বলেন, তিনি চেষ্টা করবেন সব সময় তাদের সমস্যা দ্রুত সমাধান করার এবং সেই সাথে যারা পেনশনের কাজের সাথে জড়িত রয়েছেন যে সমস্ত রেলের কর্মীরা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তাদের পেনশন এর সমস্যা সমাধানের জন্য তাদেরও তিনি পুরস্কৃত করার কথা বলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top