মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর পেদেশের হরচাঁদপুর স্টেশনে থেকে ৫০ মিটার দূরে। দুর্ঘটনায় এখনও পজন্ত মৃত্যু হয়েছে ৭ জনের, আহত বহু। মালদা স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম, উতকন্ঠায় দিন কাটাচ্ছেন অনেকেই
জানা গেছে, ভুল ট্র্যাকে যাওয়ার জন্য লাইনচ্যুত হয়ে গেছে ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোর মধ্যে ইঞ্জিনও রয়েছে। এদিন দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করে। দুর্ঘটনার স্থানে পৌঁছআন রেলের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। লখনউ ও বারাণসী থেকে গেছে NDRF টিম। উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন DM, SP ও স্বাস্থ্য দপ্তরকে। বগিগুলোর নিচে যারা আটকে রয়েছে তাদের উদ্ধারের জন্য ঘটনাস্থানে আনা হয় ক্রেন।