মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা নিয়ে আসন্ন ছট পূজোতে আগাম প্রস্তুতি আলিপুরদুয়ারে

মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা নিয়ে আসন্ন ছট পূজোতে আগাম প্রস্তুতি আলিপুরদুয়ারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা নিয়ে আসন্ন ছট পূজোতে আগাম প্রস্তুতি আলিপুরদুয়ারে। বিসর্জনের দিন আচমকাই মাল নদীর হড়পা বানে আটজনের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসন্ন ছট পুজোর আগে আগাম সতর্ক আলিপুরদুয়ার জেলা প্রশাসন। ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী গুলোতে নজরদারি চালাতে বিপর্যয় মোকাবিলা দল এবং একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে প্রাথমিক কথাবার্তা বলেছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।

 

পাশাপাশি জেলা পুলিশের তরফেও ছট পুজোর সময় জেলার নদী গুলোর গতিবিধির উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। অন্যদিকে হড়পা বানের মতো বিপর্যয় এড়াতে আলিপুরদুয়ার পুরসভার তরফে ৯টি নৌকা ভাড়া নেওয়া হয়েছে।

 

প্রতিবেশী দেশ ভুটান পাহাড় থেকে প্রায় ৭২ টি ছোটবড় নদী আলিপুরদুয়ার জেলার বুক চিঁড়ে বয়ে গেছে।সমস্ত নদী গুলোই খরস্ত্রোতা। এর মধ্যে রয়েছে কালজানি, সংকোশ, রায়ডাক, ডিমা, তোর্সা, গদাধরের মতো নদী গুলো।ভুটান পাহাড়ে অবৈজ্ঞানিক উপায়ে যে ভাবে ডলোমাইট উত্তোলন করা হচ্ছে তাতে যে কোন সময় বিপর্যয় নেমে আসতে পারে এই নদী গুলোতে।

আরও পড়ুন – দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন

আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন ছট পুজোর আগেই বিপর্যয় মোকাবিলা দল এবং একাধিক সেচ্ছাসেবী সংগঠন জেলার নদী গুলোতে নজরদারি চালাবে।যে কোন রকম দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে জেলা প্রশাসন।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানিয়েছেন ইতিমধ্যেই শহরের নদী গুলোতে নজরদারি করার জন্য অতিরিক্ত ৯টি বেসরকারি নৈকা ভাড়া নেওয়া হয়েছে। ছট পুজো পর্যন্ত এই নয়টি নৌকা কালজানি, ডিমা, ও গরম নদীতে টহল দেবে। মালবাজারের হড়পা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top