ভাইরাল – বিয়ের মণ্ডপে মালাবদলের মতো আনন্দঘন মুহূর্তেই ঘটল হাস্যকর এক কাণ্ড। হবু স্ত্রীর গলায় মালা পরাতেই ভয় পেয়ে আঁতকে উঠলেন তরুণ পাত্র। কানের কাছে হঠাৎ পার্টি পপার ফাটানোর শব্দে রীতিমতো নীচে বসে পড়েন তিনি। এমন দৃশ্য দেখে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল ওঠে, কনেপক্ষ তো হাসতে হাসতেই লুটোপুটি!
‘গোলু_বারওয়াল_রানি_জেমটি_ডিজে০৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যায়, মণ্ডপে দাঁড়িয়ে মালাবদলের প্রস্তুতি নিচ্ছেন বর-কনে। হবু স্ত্রীর গলায় মালা পরানোর সঙ্গে সঙ্গেই বর চমকে উঠে পিছিয়ে যান। বন্ধুরা আনন্দে পার্টি পপার ফাটাতেই ঘটে বিপত্তি।
ভয় পেয়ে নীচে বসে পড়লেও মুহূর্তেই নিজের বন্ধুদের দিকে রাগে ফেটে পড়েন তরুণ। অতিথিদের সামনে তিনি বলে ওঠেন, “এভাবে কানের পাশে কেউ পার্টি পপার ফাটায় নাকি!” বন্ধুরা হাসতে শুরু করলেও বর মুখ গোমড়া করে রাগে ফুঁসছেন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাসাহাসি। কেউ লিখেছেন, “বিয়ের আগেই বরের সাহস উধাও!”, আবার কেউ ঠাট্টা করে বলেছেন, “বউকে কীভাবে সামলাবেন ভেবে এখনই ভয় পেয়েছেন নাকি?”
যদিও কিছুক্ষণের মধ্যেই আবার মালাবদলের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। কিন্তু সেই হাস্যকর মুহূর্তের ভিডিও এখন সামাজিক মাধ্যমে দারুণ ভাইরাল — লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ‘ভীতু’ বরের এই কাণ্ড।
