এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গোষ্ঠী। ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গোষ্ঠী। প্রায় ১৮ হাজার কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাকে কিনে নিলেন রতন টাটা। সর্বোচ্চ দর এই টাটা গোষ্ঠীর তরফ এই দেওয়া হয়েছিল। সরকারের তরফে শুক্রবার বিকেলে এয়ার ইন্ডিয়ার নয়া মালিক টাটা গোষ্ঠীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এয়ার ইন্ডিয়া বিক্রির যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে এয়ার ইন্ডিয়া ওয়্যার ইন্ডিয়া এক্সপ্রেসের কেন্দ্র নিজেদের ১০০ শতাংশ ও AISATS-এর ৫০ শতাংশ বিক্রি করা হবে। বিলগ্নীকরণ দপ্তরের সচিব জানান, হস্তান্তরের পর মোট ৪৬ হাজার ২৬৫ কোটি টাকা ঋণ থাকবে এয়ার ইন্ডিয়ার। এই ঋণ এআইএএইচএল-এর নামে হবে।
প্রসঙ্গত, ১৯৩২ সালে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া লঞ্চ করেছিল। তখন নাম ছিল টাটা এয়ারলাইন্স। জেআরডি টাটা ছিলেন টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান। ১৯৪৬ সালে নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পর ১৯৫৩ সালে তা চলে গিয়েছিল সরকারের অধীনে। ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গোষ্ঠী।
আর ও পড়ুন এবছর পুজোয় কলকাতার কোন প্যান্ডেল রয়েছে আকর্ষণের শীর্ষে? রইলো তার তালিকা
জানা গিয়েছে, মোট ৭০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার। প্রতিদিন ২০ কোটি টাকা করে খরচ হচ্ছে। এর আগেও বিপুল ঋণের বোঝা থাকার কারণে এয়ার ইন্ডিয়া বেসরকারি করনের চেষ্টা হয়েছিল কিন্তু অধিকাংশ সংস্থাই উৎসাহ দেখায়নি। তারপর ফের চেষ্টা করা হয় সরকারের তরফে। অবশেষে মালিকানা গেল টাটা গোষ্ঠীর হাতে। নিলামের দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। ১৫ হাজার ১০০ কোটি টাকা ছিল তাঁদের দরপত্র। কিন্তু তা ছাতিও প্রায় ১৮ হাজার টাকায় এবার এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা গ্রুপ।
আগামী এক বছরের জন্য সমস্ত কর্মীদের চাকরি সুনিশ্চিত করেছে টাটা গোষ্ঠী। এরপর যাদের টাটা গোষ্ঠী রাখবে না তাদের ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হবে। এছাড়াও সকলকে পিএফ, গ্র্যাচুয়িটি এবং চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে। মালিকানা হস্তান্তরের খবর ঘোষণা হতেই টুইট করেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। লেখেন, ‘ওয়েলকাম ব্যাক, এয়ার ইন্ডিয়া।



















