মাসির বিয়ের অনুষ্ঠানে এসে মহানন্দা নদীতে তলিয়ে মৃত্যু নাবলকের। দাদুর বাড়িতে মাসির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া নাবালকের দেহ উদ্ধার ঘিরে শনিবার চাঞ্চল্য ইটাহারে। এদিন নাবালকের দেহ উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন ১ নং অঞ্চলের বাড়িওল এলাকার ডামডোলিয়া ও খরসোতার মাঝে মোয়লামপুর এলাকায় মহানন্দা নদী থেকে। জানাযায়, মৃত ওই নাবালকের বাড়ি ইটাহার থানার সুরুন ২ নম্বর অঞ্চলের বালিজোল এলাকায়।
গত কয়েকদিন আগে ওই নাবালক বাবা মায়ের সাথে বাড়িওল এলাকায় দাদুর বাড়িতে মাসির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে। এরপর শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার পুলিশ গতকাল থেকে খোঁজ চালু করলেও আজ দুপুরে বাড়িওল থেকে কিছুটা দুরে ডামডোলিয়া ও খরসোতার মাঝে মোয়লামপুর এলাকায় মহানন্দা নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ নাবালকের নীথর দেহ। এরপর ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। নাবালকের দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন – তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর চাকরি প্রার্থীদের
উল্লেখ্য, দাদুর বাড়িতে মাসির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া নাবালকের দেহ উদ্ধার ঘিরে শনিবার চাঞ্চল্য ইটাহারে। এদিন নাবালকের দেহ উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন ১ নং অঞ্চলের বাড়িওল এলাকার ডামডোলিয়া ও খরসোতার মাঝে মোয়লামপুর এলাকায় মহানন্দা নদী থেকে। জানাযায়, মৃত ওই নাবালকের বাড়ি ইটাহার থানার সুরুন ২ নম্বর অঞ্চলের বালিজোল এলাকায়। গত কয়েকদিন আগে ওই নাবালক বাবা মায়ের সাথে বাড়িওল এলাকায় দাদুর বাড়িতে মাসির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে।
এরপর শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার পুলিশ গতকাল থেকে খোঁজ চালু করলেও আজ দুপুরে বাড়িওল থেকে কিছুটা দুরে ডামডোলিয়া ও খরসোতার মাঝে মোয়লামপুর এলাকায় মহানন্দা নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ নাবালকের নীথর দেহ।