ট্রাক হাইজ্যাক কান্ডের কিনারা, গ্রেফতার মাস্টার মাইন্ড। ট্রাক হাইজ্যাক কান্ডের কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। গত ৪ জানুয়ারি বাঁকুড়ার শালতোড়া থানার রানীপুর এলাকা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই একটি ট্রাক হাইজ্যাক করে দুস্কৃতিরা। ঘটনার দু সপ্তাহ কাটতে না কাটতেই ঘটনার মাস্টারমাইন্ড সহ গোটা দুস্কৃতিদলকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে হাইজ্যাক করা ট্রাকটিও।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মেটাল নামের একটি কারখানা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই করে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল। অভিযোগ শালতোড়া থানার ছাতাপাথরের কাছে এই ট্রাকটিকে হাইজ্যাক করে একদল দুস্কৃতি।
ঘটনার খবর পেতেই বাঁকুড়া জেলার প্রতিটি সীমান্তে নাকা চেকিং জোরদার করা হয়। নাকা চেকিং এ ধরা পড়ার ভয়ে বড়জোড়ার কাছে ট্রাকটিকে ছেড়ে পালায় দুস্কৃতিরা। এরপরই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।
আর ও পড়ুন ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠক করলেন শান্তনু ঠাকুর
উল্লেখ্য, ট্রাক হাইজ্যাক কান্ডের কিনারা, গ্রেফতার মাস্টার মাইন্ড। ট্রাক হাইজ্যাক কান্ডের কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। গত ৪ জানুয়ারি বাঁকুড়ার শালতোড়া থানার রানীপুর এলাকা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই একটি ট্রাক হাইজ্যাক করে দুস্কৃতিরা। ঘটনার দু সপ্তাহ কাটতে না কাটতেই ঘটনার মাস্টারমাইন্ড সহ গোটা দুস্কৃতিদলকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে হাইজ্যাক করা ট্রাকটিও। গত ৪ জানুয়ারি রাতে বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মেটাল নামের একটি কারখানা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই করে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল।
অভিযোগ শালতোড়া থানার ছাতাপাথরের কাছে এই ট্রাকটিকে হাইজ্যাক করে একদল দুস্কৃতি। ঘটনার খবর পেতেই বাঁকুড়া জেলার প্রতিটি সীমান্তে নাকা চেকিং জোরদার করা হয়। নাকা চেকিং এ ধরা পড়ার ভয়ে বড়জোড়ার কাছে ট্রাকটিকে ছেড়ে পালায় দুস্কৃতিরা। এরপরই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। গত ৪ জানুয়ারি রাতে বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মেটাল নামের একটি কারখানা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই করে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল।
অভিযোগ শালতোড়া থানার ছাতাপাথরের কাছে এই ট্রাকটিকে হাইজ্যাক করে একদল দুস্কৃতি। ঘটনার খবর পেতেই বাঁকুড়া জেলার প্রতিটি সীমান্তে নাকা চেকিং জোরদার করা হয়। নাকা চেকিং এ ধরা পড়ার ভয়ে বড়জোড়ার কাছে ট্রাকটিকে ছেড়ে পালায় দুস্কৃতিরা। এরপরই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।