
নিজস্ব সংবাদদাতা, নদীয়া , ১৪ মার্চ, মায়াপুরে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীর জেল হেফাজত। মন্দিরণগরী মায়াপুরে ইসকন মন্দিরের কাছে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ধৃত ৬ দুষ্কৃতীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল নবদ্বীপ আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার রাতে মামালয় সেরওয়ার নেতৃত্বে পাঁচ মহিলা দুষ্কৃতী ইসকন মন্দিরের কাছে চুরির উদ্দেশ্যে একটি জায়গায় জড়ো হয়। স্থানীয় মানুষ বিষয়টি বুঝতে পেরে মায়াপুর পুলিশ কেন্দ্রে খবর পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মামালয় সেরওয়া নামে এক দুষ্কৃতী সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃত মামালয় সেরওয়া সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক ধৃত পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীকে জেল হেফাজতের নির্দেশ দেন।



















