২২ ফেব্রুয়ারি, শারীরিক গঠনের সমস্যার কারণে সহপাঠীদের কাছে মজার পাত্র হয়ে উঠেছে ছোট্ট শিশু।অস্ট্রেলিয়ার এই শিশু কোয়াডেনকে প্রতিদিন হাসি-ঠাট্টার সম্মুখীন হতে হয়।শেষে ৯ বছরের শিশু কান্নায় ভেঙে পড়ে মাকে জানায়, সে এভাবে বেঁচে থাকতে চায় না।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়। কোয়াডেনের মা ইয়ারাকা বেলিসের করা সেই ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।বাচ্চার জন্য ভেঙে পড়েছেন বাচ্চাটির মাও।শিশুটিকে এরূপ অবস্থায় দেখে তার পাশে দাঁড়ান হলিউডের অভিনেতা হিউ জ্যাকম্যান সহ খ্যাতনামা ব্যক্তিরা।



















