কলকাতা – শহরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা। মঙ্গলবার সাতসকালে মা উড়ালপুলে একটি চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার ভোরে একটি চার চাকার গাড়ি আচমকাই মা উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে। এর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে চলে যায়। সেই সময় সামনে থেকে আসা একটি গাড়িকে প্রথমে ধাক্কা মারে চার চাকাটি। এরপর আরও একটি বাইকে সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায় এবং গুরুতরভাবে জখম হন।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতকে উদ্ধার করেন। বাইক আরোহীকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কুয়াশার কারণে নাকি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। মা উড়ালপুলে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট থাকলেও তা মানা হয়নি বলেই অনুমান।
দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। অনেকের অনুমান, দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাড়ির চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, অথবা ঘুমিয়ে পড়েছিলেন কি না, সেই দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় চার চাকার গাড়িটিও মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির চালকের হদিশ পাওয়ার চেষ্টা করছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে একই ধরনের ঘটনায় একটি গাড়ি পরপর তিনটি গাড়িতে ধাক্কা মেরেছিল, যা নিয়ে তখনও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।




















