Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মা ঝাড়ুদার, পিতৃহারা ছেলে সূযোগ পেল বাংলার অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দলে, ...

মা ঝাড়ুদার, পিতৃহারা ছেলে সূযোগ পেল বাংলার অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দলে, উচ্ছ্বসিত দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহল

মা ঝাড়ুদার, পিতৃহারা ছেলে সূযোগ পেল বাংলার অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দলে, উচ্ছ্বসিত দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মা ঝাড়ুদার, পিতৃহারা ছেলে সূযোগ পেল বাংলার অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দলে, উচ্ছ্বসিত দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহল। মা ঝাড়ুদার, পিতৃহারা ছেলে সূযোগ পেল বাংলার অনুর্দ্ধ ১৬ দলে, উচ্ছ্বসিত দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহল। সি.এ.বি প্রকাশিত বাংলা অনুর্দ্ধ ১৬ দলে স্থান পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২৫নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ বাসফোর(১৫)। ২০১৭ সাল থেকে কৃষ্ণ বাসফোর-এর ক্রিকেটে হাতেখড়ি কোচ নব্যেন্দু দত্ত-র হাত ধরে বালুরঘাটের দিলীপ দাস মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার থেকে।

 

বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কৃষ্ণ বাসফোর-এর মা পুতুল বাসফোর পেশায় বালুরঘাট পৌরসভার একজন সাফাইকর্মী। সুতরাং ২২ গজে নিজেকে মেলে ধরার লড়াইয়ের পাশাপাশি বছর ১৫-র কৃষ্ণকে লড়াই চালিয়ে যেতে হয়েছে পারিবারিক আর্থিক অবস্থার সঙ্গেও। যদিও কখনও নিজের স্বপ্নপথ থেকে পিছোপা হয়নি কৃষ্ণ। ইতিমধ্যেই কৃষ্ণ দক্ষিণ দিনাজপুর জেলার অনুর্দ্ধ ১৪ দলের হয়ে ক্রিকেট খেলেছে, অংশগ্রহণ করেছে সি.এ.বি আয়োজিত ইউনিফর্ম ক্রিকেট কোচিং-এও।

 

বাংলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দলে সূযোগ পাওয়ার পর ফাস্টবোলার কৃষ্ণ বাসফোর জানিয়েছে বাংলার অনুর্দ্ধ ১৬ দলের হয়ে ভাল পারফরম্যান্স করাই তার টার্গেট। সেই সঙ্গে কৃষ্ণ জানিয়েছে ক্রিকেটে তার রোল মডেল ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস এন্ডারসন। সি.এ.বি থেকে ডাক পাওয়ার পর শুক্রবার-ই কলকাতায় রওনা দিতে চলেছে কৃষ্ণ। বাংলা দলে সূযোগ পাওয়ায় কৃষ্ণকে ঘিরে আশায় বুক বাধছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহল। কৃষ্ণ-র কোচ নব্যেন্দু দত্ত বলেন কৃষ্ণ-র বাংলা দলে সূযোগ পাওয়া আমাদের কাছে গর্বের বিষয়,

 

আমি চাই কৃষ্ণ আগামীতে নিজের পারফরম্যান্সের মেলে ধরে বাংলার পাশাপাশি আগামীতে ভারতের হয়েও প্রতিনিধিত্ব করুক। তিনি এও বলেন গাইড লাইন মেনে চললে ওর ভবিষ্যৎ সূদুরপ্রসারী হবে। দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেট সাব কমিটির চেয়ারম্যান শেখর দাশগুপ্ত বলেন খুব আনন্দের খবর, গৌরবের তো বটেই। তিনি বলেন কৃষ্ণ প্রতিভাবান ছেলে, প্রতিভা বিকাশ ঘটানোর এই মঞ্চ পেলে আগামীদিনে গোটা বাংলার সম্পদ হয়ে উঠবে কৃষ্ণ বাসফোর।

 

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তন্ময় সমাজদার বলেন কৃষ্ণ বাসফোর একজন উদীয়মান ক্রিকেটার। তিনি বলেন সি.এ.বি যে ইউনিফর্ম কোচিং-এর ব্যবস্থা করেছিল সেই ইউনিফর্ম কোচিং-এর জন্য কৃষ্ণ বাসফোর বাংলা দলে সূযোগ পেয়েছে, আমরা খুব খুশি, আমরা খুবই আশাবাদী, আমরা কৃষ্ণ-র সাফল্য কামনা করছি। সুতরাং সবমিলিয়ে উদীয়মান ক্রিকেটার কৃষ্ণ-কে ঘিরে আশায় বুক বাধা বালুরঘাটের ক্রিকেটপ্রেমী মহলের একটাই বক্তব্য – “ইডেন, মোহালি, ওয়াংখেড় স্টেডিয়ামেও এবার ছুটুক বালুরঘাট এক্সপ্রেস।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top