ভাইরাল – মেয়ের চোখের জলই সব বলে দিয়েছিল। স্কুলে যেতে ভয় পাচ্ছে সে—বাবার কাছে এমনটাই জানিয়েছিল স্কুলপড়ুয়া কন্যা। অভিযোগ, স্কুলে এক শিক্ষিকা তাকে মারধর করেন। সন্তানের কথা শুনে কোনও ঝামেলা না করে সরাসরি স্কুলেই পৌঁছে যান বাবা। সেখানে শ্রেণিকক্ষে বসেই সজল চোখে, হাত জোড় করে শিক্ষিকার কাছে আর্জি জানান—মেয়েকে যেন আর কখনও মারধর না করা হয়। সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়োই এখন ভাইরাল সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি স্কুলের। সম্প্রতি ওই বালিকাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। বাড়ি ফিরে সে বাবাকে জানায়, স্কুলে যেতে তার ভয় করছে। সেই কথাই বাবাকে ভেঙে দেয়। এরপরই তিনি স্কুলে গিয়ে শিক্ষিকার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, শ্রেণিকক্ষে মেয়ের পাশেই বসে রয়েছেন ওই যুবক। চোখে জল, গলা ধরে এসেছে। কাঁদতে কাঁদতেই তিনি শিক্ষিকার উদ্দেশে বলেন, “ম্যাডাম, দয়া করে ওকে মারবেন না। ওর মা নেই। আমি একাই ওকে মানুষ করেছি। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না।” তাঁর একটাই অনুরোধ—মেয়ে যেন নির্ভয়ে পড়াশোনা করতে পারে, পড়াশোনার নাম শুনে ভয় না পায়।
ভিডিয়োটি ‘Megh Updates’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটি। নেটাগরিকদের একাংশ শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকে বাবার সাহস ও ভালবাসার প্রশংসায় পঞ্চমুখ।
এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এটাই সন্তানের প্রতি প্রকৃত ভালবাসা। এই বাবাকে স্যালুট।” আবার অন্য একজন লিখেছেন, “শিক্ষক কখনও মারধর করতে পারেন না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।” ভাইরাল এই ভিডিয়ো ঘিরে স্কুলে শারীরিক শাস্তির বিষয়টি ফের নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।




















