নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি, শিল্পাঞ্চল হলদিয়ায় রুপনারায়ন নদীর পাড়ে দুটি মহিলার জলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার পাঁচদিন পর কিনারা করলো পুলিশ। এই ঘটনার জড়িত থাকার অভিযোগে পাঁচদিন তদন্ত চালিয়ে দুইজনকে গ্রেফতার করলো। তবে এই ঘটনার আরও অনেক জ্বড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। অভিযুক্তরা হল সাদ্দাম হোসেন ও মঞ্জুর আলম মল্লিক। রবিবার দুইজনকে হলদিয়া মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত ১৮ ফেব্রয়ারী হলদিয়া রুপনারায়ন নদীর ঝিকুরখালি নির্জন এলাকায় দুটি মৃতদেহ জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দা। এরপর তারা দূর্গাচক থানার খবর দেয়। পুলিশ এসে জল ঢেলে আঙ্গুন নেভানোর কাজ করে।দুটি মহিলার শরীরের অধিকাংশ পুড়ে যায়।পাশে দুটি গর্ত খোলা ছিল। পরিচয় জানতে পুলিশ যথেষ্ট বেগ পেতে হয়। দুটি ময়না তদন্তে জন্য পশ্চিম মেদিনীপুরে পাঠায়। এই ঘটনার গোটা রাজ্যোর শোরগোল পড়ে যায়।
এদিন ঘটনার পরিদর্শন করতে আসেন ফরেনসিক একটি টিম। দূর্গাচক থানার পুলিশকে নিয়ে পুরো ঘটনাটি পরিদর্শন করেন। এরপর সেখানে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। জেলা পুলিশের পক্ষ থেকে দুই মহিলার পরিচয় উদ্ধারের জন্য সংবাদ মধ্যামে সাহায্য চাওয়া হয়।বিষব সূএের খবর দুই মহিলা বাড়ি কোলকাতার নিউ ব্যারাকপুর এলাকায়। দুইজন সম্পর্কে মা ও মেয়ে।
এই ঘটনা নিয়ে রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, “কোন প্রেমের সম্পর্কের জেরেই এই ধরনের খুন। আমরা জানতে পারছি ওদের দুজনকে জ্যান্ত ভাবেই পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।”