২৫ ডিসেম্বর, মা হওয়ার পরেও কাবাডিতে ফিরতে চান কঙ্গনা।আগে কাবাডি খেলে থাকলেও এখন তো সে পুরোপুরি গৃহবধূ তবে কি করে পারবে আবার নতুন করে কাবাডির জগতে ফিরতে? ভাবছেন অবিবাহিত কঙ্গনা মা-ই বা হল কিকরে! আবার ছবি ছেড়ে কাবাডি? তাহলে একটু স্পষ্ট করেই বলা যাক।মুক্তি পেল কঙ্গনার আগামী ছবি পাঙ্গা-র ট্রেলার।এই ছবিতে কঙ্গনার চরিত্রের নাম জয়া নিগম।এক সন্তানের মা ‘জয়া’ পুরোপুরি সংসারী।কিন্তু এখনও সে স্বপ্ন দেখে কাবাডির জাতীয় দলের প্রত্যাবনের।
ঘর সামলানোর সঙ্গে রেলওয়েতে চাকরি করে কঙ্গনা।ছবিতে স্বামীর ভূমিকায় রিচা চাঢা।স্বামী, ছেলে দুজনেই চায় জয়া আবার কাবাডিতে ফিরুক।জয়ার স্বপ্ন এখন স্বামীর স্বপ্ন হয়ে উঠেছে।এই নিয়ে সিনেমা ‘পাঙ্গা’।তাঁদের স্বপ্ন আদোও সত্যি হবে কিনা তাই এবার দেখার বিষয়।জানা গিয়েছে ‘পাঙ্গা’ ২৪ শে জানুয়ারি মুক্তি পাবে।