অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব। আর তা থেকেই ভাললাগা এবং ভালবাসা। সেই ভালবাসার টানেই রাহুলের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। ভেবেছিলেন চিরদিন আপন করে নিজের কাছেই রাখবেন রাহুলকে। বিয়ের পর তাঁদের মাঝে সহজও আসে। কিন্তু, দুই থেকে তিন হওয়ার পর থেকেই একটু একটু করে শুরু হয় অশান্তি। সেই আগুনের ফুলকি থেকেই ভেঙে যায় রাহুল, প্রিয়াঙ্কার ঘর।
দুটো মানুষের মনের অমিল হওয়ায়, তাঁরা একসঙ্গে থাকতে পারবেন না বলেই মিউচুয়াল ডিভোর্স ফাইল করেন রাহুল, প্রিয়াঙ্কা। একরত্তি ছেলে, তাই মায়ের সঙ্গেই থাকতে শুরু করে সহজ। রাহুলও ছেলের সঙ্গে দেখা করতেন নিয়ম মেনেই। প্রিয়াঙ্কার দাবি, আচমকাই সহজের কোনও দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়ে দেন রাহুল। তারপরই মিউচুয়াল থেকে সরে গিয়ে ডিভোর্স ফাইল করেন প্রিয়াঙ্কা সরকার। যা নিয়ে ইতিমধ্যেই টলিউড জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে।