পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে বিজেপির মিছিল, ধুন্ধুমার বর্ধমান। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে বিজেপির মিছিলে ধুন্ধুমার বর্ধমানে। প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ।তেলের দাম কমানোর দাবীতে বর্ধমানের বীরহাটা মোড় থেকে মিছিল যাওয়ার কথা ছিল কার্জনগেট পর্যন্ত।কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়।
সকাল থেকেই জিটি রোডের বীরহাটা মোড়ে একটি রাস্তা আটকে পুলিশ ব্যারিকেড তৈরি করে।প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মিছিল আটকে দিলে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বেশ কিছুক্ষণ চরম ধস্তাধস্তি চলে।তারপর দিলীপ ঘোষ রাস্তায় বসে পড়েন মিছিল আটকানোর প্রতিবাদে।কোচবিহারে বিএসএফের গুলি চালানো নিয়ে তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বিরোধিতা করা নিয়ে দিলীপ ঘোষ তাকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন,দু’জন বাংলাদেশী মারা গেছে তো ওনার কি হচ্ছে। গরু পাচারকারীকে মারা গেলে দুঃখ হচ্ছে। আসলে এরাই তো তৃণমূলকে ভোট দেয়।১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছেন।বাংলাদেশীরা জিতিয়েছেন। তার এত বিরোধিতা। বাংলাদেশী, রোহিঙ্গা, চোরাচালানকারীদের আটকানোর জন্য বিএসএফ আছে সীমান্তে। এতে উদয়ন গুহের আপত্তি কিসের।এতেই তো বোঝা যাচ্ছে কারা টিএমসির ভোটার।এরাই শীতলকুচিতে ঝামেলা করেছিল।বিএসএফের তো এটা কাজ।অন্যদেশ থেকে এদেশে ঢুকলে তাকে আটকানো।
আর ও পড়ুন নওসাদের পাড়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ
অন্যদিকে তিনি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে এক হাত নেন। দিলীপ ঘোষ বলেন অধীর চৌধুরী জানেন না যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন পাঞ্জাব ও রাজস্থানে বিএসএফের এলাকা বাড়ানো হয়েছিল অন্যদিকে রেশন নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন,কেন্দ্র তো এতদিন বিনা মূল্যে রেশন দিয়েছে। এবার রাজ্য সরকার বিনা মূল্যে রেশন দিক।মিছিলে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজু ব্যানার্জী,জেলা সভাপতি অভিজিৎ তা।