নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৮ জানুয়ারি, নিউটাউনে বন্ধের সমর্থনে রাস্তা জুড়ে মিছিল বের করে সিপিআইএম কর্মী।মিছিল আটকাতে পুলিশ এলে, পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়।
জানা গিয়েছে, নিউটাউন বিশ্ববাংলা সরণিতে রাস্তা জুড়ে বন্ধের সমর্থনে মিছিল করে যাচ্ছিল সিপিআইএম কর্মীরা। পুলিশ এসে তাদের সরাতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়।তারপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বন্ধ সমর্থকরা।এরপর আরোও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষে তারা রাস্তার ধার দিয়ে হেঁটে নিউটাউন ঘুনি থেকে নারকেল বাগান মোড় পর্যন্ত তাদের মিছিল চালিয়ে যায়।