হরিহরপাড়া তৃণমূল কার্যালয়ে মিটিং চলাকালীন ধুন্দুমার । হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া ঘাট মালিকদের মধ্যে মিটিং চলাকালীন ধুন্দুমার কান্ড দু পক্ষের মধ্যে আহত চারজন। আহতদের নাম রতন মাঝি (৪৫), লক্ষণ মাঝি(৩৭), সুফল মাঝি(৫০) ও পরিতোষ মাঝি, তাদের সকলের বাড়ি হরিহরপাড়া থানার স্বরুপপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার হরিহরপাড়া তৃণমূল কার্যালয়ে অফিসে।
জানা যায় হরিহরপাড়া ব্লকের চৌদ্দটি ঘাট সেই ঘাটের মালিকরা একত্রিত হয়ে ফেরী ঘাট নতুন করে ডাকার জন্য মিটিং ডাকা হয় তৃণমূল কার্যালয়ে সেখানে মিটিং চলাকালীন সুন্দলপুর ফেরী ঘাট ও শিবনগর ফেরিঘাট এই দুই ঘাটের মালিকদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে বাস লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর শুরু হয়। দুই পক্ষের মধ্যে আহত ৪ জন ,তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানা পুলিশ দুই পক্ষের ৫ জনকে আটক করে নিয়ে যায় থানায়।
আরও পড়ুন – গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্দশা
উল্লেখ্য, হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া ঘাট মালিকদের মধ্যে মিটিং চলাকালীন ধুন্দুমার কান্ড দু পক্ষের মধ্যে আহত চারজন। আহতদের নাম রতন মাঝি (৪৫), লক্ষণ মাঝি(৩৭), সুফল মাঝি(৫০) ও পরিতোষ মাঝি, তাদের সকলের বাড়ি হরিহরপাড়া থানার স্বরুপপুর এলাকায়।ঘটনাটি ঘটেছে রবিবার হরিহরপাড়া তৃণমূল কার্যালয়ে অফিসে।
জানা যায় হরিহরপাড়া ব্লকের চৌদ্দটি ঘাট সেই ঘাটের মালিকরা একত্রিত হয়ে ফেরী ঘাট নতুন করে ডাকার জন্য মিটিং ডাকা হয় তৃণমূল কার্যালয়ে সেখানে মিটিং চলাকালীন সুন্দলপুর ফেরী ঘাট ও শিবনগর ফেরিঘাট এই দুই ঘাটের মালিকদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে বাস লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর শুরু হয়। দুই পক্ষের মধ্যে আহত ৪ জন ,তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানা পুলিশ দুই পক্ষের ৫ জনকে আটক করে নিয়ে যায় থানায়।