মিঠুনের সেটে খাবার দিতেন বাবা, এখন আমি তাঁর সিনেমার প্রযোজক : দেব। খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে দেওয়া এক সাক্ষাৎকার দেব জানিয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেটা দেবের ভাষ্যে এমন, ‘এটা খুবই ব্যক্তিগত, কিভাবে বোঝাব।
আমাদের যাত্রাপথটা একদম অন্য। মিঠুনদার সেটে খাবার দিত আমার বাবা। সেখানে এখন, তাঁর ছবির প্রযোজক সেই মানুষটা! সেটা কি ভাবা যায়? আমরা এখন একটি পরিবারের মতো হয়ে গিয়েছি।’ মিঠুনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে দেব আরও বলেন, ‘আমার বাবা তখন মুম্বাইয়ে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। সিনেমার সেটেই প্রথম দেখা মিঠুনদার সঙ্গে। তখন থেকেই আমায় স্নেহ করতেন, গল্প করতেন।
তখনকার সিনেমার সেটের গল্প, ওঁর প্রেমের গল্প। আমায় অনেক স্পেস দিয়েছেন। বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কিন্তু আমায় স্পেস দিয়েছেন। তাই তো সব সিনিয়রদের সঙ্গেই আমার ভাল সম্পর্ক।’ ‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন-দেব ছাড়াও আরও অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অম্বরীশ প্রমুখ অভিনেতা–অভিনেত্রীরা। ২ ঘণ্টা ২২ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন।
আরও পড়ুন – “বাংলা ভারতকে পথ দেখাবে”- রাজ্যপাল সিভি আনন্দ বোস
উল্লেখ্য, মিঠুনের সেটে খাবার দিতেন বাবা, এখন আমি তাঁর সিনেমার প্রযোজক : দেব। খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে দেওয়া এক সাক্ষাৎকার দেব জানিয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেটা দেবের ভাষ্যে এমন, ‘এটা খুবই ব্যক্তিগত, কিভাবে বোঝাব।
আমাদের যাত্রাপথটা একদম অন্য। মিঠুনদার সেটে খাবার দিত আমার বাবা। সেখানে এখন, তাঁর ছবির প্রযোজক সেই মানুষটা! সেটা কি ভাবা যায়? আমরা এখন একটি পরিবারের মতো হয়ে গিয়েছি।’ মিঠুনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে দেব আরও বলেন, ‘আমার বাবা তখন মুম্বাইয়ে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। সিনেমার সেটেই প্রথম দেখা মিঠুনদার সঙ্গে। তখন থেকেই আমায় স্নেহ করতেন, গল্প করতেন।
তখনকার সিনেমার সেটের গল্প, ওঁর প্রেমের গল্প। আমায় অনেক স্পেস দিয়েছেন। বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কিন্তু আমায় স্পেস দিয়েছেন। তাই তো সব সিনিয়রদের সঙ্গেই আমার ভাল সম্পর্ক।’