‘উনার কোন ক্ষমতা নাই শুধু মিডিয়াবাজঃ করা ছাড়া,’ বললেন অধীর রঞ্জন চৌধুরী। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে অর্জুন সিং এর দলবদল সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অর্জুন সিং এর ঘটনাটা নির্ভর করে স্পিকার এর উপর। দলবদল করলে ডিস কোয়ালিফিকেশন যে নিয়ম আছে তাতে তাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হবে বলে তিনি জানান। কেউ স্বেচ্ছায় গিয়ে স্পিকারকে বলতে পারেন আমি দলবদল করছি নাহলে স্পিকার পরিস্থিতি বিচার করে বলবেন তুমি ডিফ্লেকশন আইনে পড়লে।
আরো কিছু নিয়ম আছে বলে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “আমার জানা নাই অর্জুন সিং দলবদল এ ব্যাপারে তৃণমূল বা বিজেপি কোনরকম দরখাস্ত প্রতিবাদ স্পিকারের কাছে পড়েছেন কিনা আমার জানা নেই।” রাজ্যপাল ডেকে পাঠানোর ব্যাপারে তিনি বললেন, উনার কোন ক্ষমতা নাই শুধু মিডিয়াবাজঃ করা ছাড়া। পুলিশের চাকরিতে দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করলে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুলিশের চাকরি মানে দুর্নীতি, এই দুর্নীতি শুরু হয় মাঠে ফিজিক্যাল ফিটনেস থেকে ওইখানে তাদের দালালরা বসে থাকে এবং তাদের সঙ্গেই সব রকম দরদাম করে চাকরিতে নিয়োগ হয় বলে তিনি সাংবাদিক বৈঠকে বলেন। বিজেপি পার্টির উত্থানের ব্যাপার নিয়ে তিনি বললেন, “এ তো আমার জানা নাই কিন্তু আমি বলতে পারি যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যত তাড়াতাড়ি উৎখাত হবে , তত বাংলার মঙ্গল হবে।”
আর ও পড়ুন সালিশি সভায় যুবককে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো
উল্লেখ্য, সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে অর্জুন সিং এর দলবদল সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অর্জুন সিং এর ঘটনাটা নির্ভর করে স্পিকার এর উপর। দলবদল করলে ডিস কোয়ালিফিকেশন যে নিয়ম আছে তাতে তাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হবে বলে তিনি জানান। কেউ স্বেচ্ছায় গিয়ে স্পিকারকে বলতে পারেন আমি দলবদল করছি নাহলে স্পিকার পরিস্থিতি বিচার করে বলবেন তুমি ডিফ্লেকশন আইনে পড়লে। আরো কিছু নিয়ম আছে বলে জানালেন অধীর রঞ্জন চৌধুরী।