মিথুন কে আনুক আর যাকেই আনুক বাংলাতে বিজেপির কোন ভবিষ্যৎ নেই বলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই রাজ্য বিজেপি তলানিতে আসছে। বিজেপি মাঝে মাঝে ভাবছে যে অমিত শাহ কে নিয়ে আমি উদ্ধার হয়ে যাব। 200 টা সিট পাবো। অবার মাঝে মাঝে ভাবে যে নরেন্দ্র মোদী কে দিয়ে উদ্ধার হয়ে যাব। অবার কোনো সময় ভাবে যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ কে নিয়ে পারব।
কখনো মনে করে যে মিঠুন কে দিয়ে পারব। আসলে যদি কেউ ডুবে তাহলে কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করে। তারা মিঠুন কে আনুক বা যাকে আনুক বাংলায় বিজেপির কোনো ভবিষ্যত নেই বলে কটাক্ষ করলেন তিনি। এদিন বাসভবনের বাইরে মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে তোপ দেগে বিজেপি কে আক্রমণ তার।
আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের
উল্লেখ্য, মিথুন কে আনুক আর যাকেই আনুক বাংলাতে বিজেপির কোন ভবিষ্যৎ নেই বলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই রাজ্য বিজেপি তলানিতে আসছে। বিজেপি মাঝে মাঝে ভাবছে যে অমিত শাহ কে নিয়ে আমি উদ্ধার হয়ে যাব। 200 টা সিট পাবো।
অবার মাঝে মাঝে ভাবে যে নরেন্দ্র মোদী কে দিয়ে উদ্ধার হয়ে যাব। অবার কোনো সময় ভাবে যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ কে নিয়ে পারব। কখনো মনে করে যে মিঠুন কে দিয়ে পারব। আসলে যদি কেউ ডুবে তাহলে কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করে। তারা মিঠুন কে আনুক বা যাকে আনুক বাংলায় বিজেপির কোনো ভবিষ্যত নেই বলে কটাক্ষ করলেন তিনি। এদিন বাসভবনের বাইরে মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে তোপ দেগে বিজেপি কে আক্রমণ তার।