নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১১ নভেম্বর, ২০২০: তৃণমূলের সন্ত্রাস এবং মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ, এই অভিযোগ তুলে ২৫ শে নভেম্বর সিউড়ি শহরে বিক্ষোভ কর্মসূচি করার কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূম বিজেপির জেলা সভাপতির শ্যামাপদ মন্ডল।
সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, এই বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। প্রসঙ্গত এদিন বীরভূমের সিউড়ির একটি অনুষ্ঠান ভবনে জেলা বিজেপির কর্মী সভার আয়োজন করা হয়। সেখানেই এই সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সভাপতির শ্যামাপদ মন্ডল সহ বীরভূম জেলার বিভিন্ন মণ্ডলের বিজেপি সদস্যরা। এদিনের এই কর্মীসভায় আলোচনা হয় ২০২১ সালে কিভাবে রাজনৈতিক লড়াই লড়তে হবে বিজেপি কর্মীদের,
আরও পড়ুন…মুসলিম জায়গিরদারদারে হিন্দুদের পুজো
ভোটে জেতার জন্য কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, জনসংযোগ বাড়ানো যায় সমস্ত কিছুই আলোচনা হয় এদিন।