এই শীতে ঘুরে আসুন সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনে । এখানে নতুন বছরের পর্যটকদের নতুন পাওনা খেজুরের রস নলেন গুড়ের পাটালি ঝোলা গুড়।২০২২ এর নতুন সূর্যোদয় মধ্য দিয়ে স্বাগত নতুন বছরের সকাল ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর পাড়ে সূর্যোদয় বরাবরই পর্যটকদের কাছে এক অন্য আবেগ-অনুভূতি। পর্যটকের ঢল রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ভারত-বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র বড়বড়ি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই সকাল থেকে ইছামতি নদীর পাড়ে পর্যটকদের ঢল নেমেছে।একদিকে ইছামতি বক্ষে নৌকাবিহার অন্যদিকে বাংলাদেশ , নিজের চোখে দেখে নেওয়া। খুশি ভ্রমণপিপাসু মানুষেরা। তার মধ্যে চলছে নাচ গান দেদার সেলফি তোলা।
অবশেষে চড়ুইভাতি সবটাই চেটেপুটে নিতে,চাইছে বছরের প্রথম দিন। পর্যটকদের কাছে বাড়তি পাওনা হলো সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন, যেখানে খোলা আকাশে প্রকৃতির শ্বাস নিতে তাই সকাল সকাল পর্যটকদের ভিড় জমেছে প্রকৃতির কোলে। এখানে বিভিন্ন ম্যান ম্যানগ্রোভ প্রজাতির গাছ, বিভিন্ন পাখির কলকাকলি আওয়াজ মুগ্ধ করেছে পর্যটকদের।
আর ও পড়ুন ধামসা মাদলের তালে বর্ষ শেষ ও বর্ষ বরণের উৎসবে মাতলেন বাঁকুড়ার আদিবাসীরা
নতুন বছরের বাড়তি পাওনা হল ইছামতীর পাড়ে খেজুর গাছের খেজুরের রস, তাই একবার চুমুক দিয়ে মনের তৃপ্তি মেটানো চেষ্টায় পর্যটকরা। পাশাপাশি নলেন গুড়ের সন্দেশ, পাটালি, ঝোলা গুড় দেদার মত কিনছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পর্যটকরা। জানাচ্ছেন কলকাতার কাঠ পাথরের জঙ্গল থেকে বেরিয়ে এসে একটু মুক্ত বাতাস নিতে সকাল সকাল বেরিয়ে পড়েছছে।
আমাদের কাছে বাড়তি পাওনা এখানকার শীতের নলেন গুড়ের স্বাদ, যা কখনো ভাবা যাবে না। তাই সবটাই উপভোগ করছি। নতুন বছরের পাশাপাশি প্রার্থনা করছি করোনার মতো মহামারী থেকে মুক্তি পেতে আগের মত স্বাভাবিক জীবনের চলাফেরায় একমাত্র আমাদের প্রার্থনা। পাশাপাশি টাকি পৌরসভা ওমিক্রণ সতর্কতায়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের একদিকে মাক্স বিতরণ করছে অন্যদিকে করণা সচেতনতায় বার্তা দিচ্ছেন আগামী দিন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন অপরকেও ভালো থাকতে সাহায্য করুন। এই প্রচার চলছে, টাকির পর্যটন কেন্দ্রগুলো ইছামতি নদীর বিভিন্ন জায়গায়।