মিনিবাস চালককে মারধরের অভিযোগে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত মিনিবাস সংগঠনের  

মিনিবাস চালককে মারধরের অভিযোগে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত মিনিবাস সংগঠনের  

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ মার্চ ২০২১ দুর্গাপুর: শুক্রবার সকালে দুর্গাপুরের বেনাচিতির A-ZONE রুটের মিনিবাস চালককে মারধরের অভিযোগ A-ZONE ফাঁড়ির গাড়ির চালকের বিরুদ্ধে।

প্রত্যেক দিনের মতো A-ZONE রুটের বাসের কর্মী সুশান্ত ঘোষ কাজে আসেন।তখনই হঠাৎ করে A-ZONE ফাঁড়ির পুলিশের গাড়ির চালক সুশান্ত ঘোষের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই দুর্গাপুর শহর জুড়ে বাস বন্ধের ডাক দেয় মিনিবাস কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিনিবাস সংগঠন।মিনিবাস বন্ধের জেরে বিপাকে শহর দুর্গাপুরের নিত্যদিনের যাতায়াতকারী মানুষজন থেকে স্কুল এবং কলেজ পড়ুয়ারা। কতক্ষণে আবার স্বাভাবিক হয় এই বাস পরিষেবা সেদিকেই তাকিয়ে শহরবাসী।

আরো পড়ুন…প্রার্থী ঘোষণার পরই দেওয়াল লিখনে তুলি ধরলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top