বিনোদন – টলিপাড়ার ফিটনেস আইকন মিমি চক্রবর্তী তার শারীরিক ফিটনেস বজায় রেখে খাওয়াও ভালোবাসেন। শরীরচর্চা করলেও মিষ্টি, বিরিয়ানি, মাটন, কেক-পেস্ট্রি—সবই তার প্রিয়। বিশেষ করে রবিবার হলে মিমির ‘চিট ডায়েট’ আরও বেড়ে যায়, যেখানে তিনি সবকিছু ভুলে মুক্ত মন নিয়ে খেতে শুরু করেন।
সম্প্রতি মিমি ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি এক হাঁড়ি মিষ্টি দই একাই খাচ্ছেন। মিমিই স্বীকার করেছেন, তিনি এক কেজি মিষ্টি দই একবারে খেয়ে ফেলেছেন। পাশাপাশি একটি ভিডিওতে মিমিকে পাকা আম খেতে দেখা গেছে, যেখানে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় তাকে হালকা টেক্কা দিয়ে বলেন, “দুপুরেই মিষ্টি দই খেয়ে ফেলেছো।” মিমি বিন্দুমাত্র দ্বিধা না করে আমের টুকরো মুখে দেন।
এই বিপুল পরিমাণ মিষ্টি দই ও আম খাওয়ার পরও মিমির মেদহীন, চাবুক ফিগার এক কথায় মুগ্ধ করে। সম্প্রতি মিমির বিকিনি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তার ফিটনেস ও আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট। নায়িকা যতই মিষ্টি খান না কেন, নিয়মিত জিমে যাওয়া এবং শরীরচর্চা থেকে তিনি কখনো দূরে থাকেন না।
পুজোর সময় মিমির ডায়েট সব ভুলে যান। তিনি বিশেষ করে লুচি, আলুর তরকারি ও রসগোল্লা মেখে খেতে ভালোবাসেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, পুজোর সময় তিন বেলা মিষ্টি খাওয়া তার রুটিনের অংশ। সিনেমার প্রচারে ব্যস্ত থাকা সত্ত্বেও মিমি শরীরচর্চা অব্যাহত রাখেন।
আগামী সময়ে মুক্তি পাবে মিমির নতুন ছবি ‘রক্তবীজ ২’, যেখানে তাকে বোল্ড অবতারে দেখা যাবে। তার এই ফিটনেস ও খাবারের সংমিশ্রণ অনেকের জন্য অনুপ্রেরণা।
