মিমি থেকে কৃতী, ফারাক ১৫ এর ! পুরোনোয়ে ফিরতে নাজেহাল অবস্থা অভিনেত্রীর

মিমি থেকে কৃতী, ফারাক ১৫ এর ! পুরোনোয়ে ফিরতে নাজেহাল অবস্থা অভিনেত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
kriti sanon

kriti sanon

করোনা পরিস্থিতির জন্য বলিউডের বেশির ভাগ ছবিই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কৃতী শ্যানন ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি মিমি। এই ছবির মুখ্য চরিত্র মিমি থেকে বেরিয়ে আসতে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিনেত্রী। কিন্তু কেন কৃতীর এই নাজেহাল অবস্থা?

সদ্য প্রকাশিত মিমি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন। এই ছবিতে একজন প্রেগন্যান্ট মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় কৃতীকে। মিমি চরিত্রটির ডিমান্ড অনুযায়ী প্রায় ১৫ কিলো ওজন বাড়িয়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর সেই ওজন কমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিনেত্রী। পরিচালক লক্ষণ উটেকারের কথা অনুযায়ী, দর্শক যাতে মিমি চরিত্রটিকে একজন প্রেগন্যান্ট মহিলা হিসেবে বিশ্বাস করতে পারেন, তাই তিনি কৃতীকে ওজন বাড়ানোর নির্দেশ দেন।

চকলেট, কেক বা রসগোল্লা খেতে কৃতী থেকে মিমি হওয়াটা খুব বেশি কঠিন না হলেও, ফের মিমি থেকে কৃতী হওয়াটাই আসল চ্যালেঞ্জ। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ওয়র্কআউটের একটি ভিডিয়ো পোস্ট করেন কৃতী। সেই পোস্টে অভিনেত্রী জানান, এই প্রথম তিনি এতটা ওজন বাড়িয়েছেন। তার স্ট্যামিনা ও শক্তি দুই একেবারে শূন্য হয়ে গিয়েছে। আবার নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে তাকে। আপাতত অভিনেত্রী তার সম্পূর্ণ ফোকাস দিচ্ছেন শুধুমাত্র ওজন কমানোতে। প্রসঙ্গত, কৃতীর হতে রয়েছে একাধিক প্রোজেক্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top