বিহার – উত্তরপ্রদেশের মিরাটে রুটিতে থুতু মেশানোর অভিযোগে এক খাবার বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত শোয়েব নামের ওই ব্যক্তি কুরালি গ্রামের বাসিন্দা এবং শহরের এক ছোট খাবারের দোকানের মালিক। অভিযোগ, তিনি নিজ হাতে রুটি তৈরি করার সময় ইচ্ছাকৃতভাবে তাতে থুতু মেশাচ্ছিলেন।
এই জঘন্য ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভিডিওটি এক ক্রেতা মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা দেখেই তৎপর হয় প্রশাসন।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শোয়েবকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তার এই আচরণের কারণ স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত। তদন্ত চলছে, এবং প্রয়োজনে তার দোকানটির লাইসেন্স সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখা হবে।
