মিরিকের দুধিয়া সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা নির্দেশ মুখ্যসচিবের

মিরিকের দুধিয়া সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা নির্দেশ মুখ্যসচিবের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগের মধ্যে রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’ বা স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসককে তিনি এই নির্দেশ দেন। মুখ্যসচিব স্পষ্টভাবে জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দফতরকে দ্রুত নিজেদের অধীনস্থ সেতুগুলির অবস্থা পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্যের সেতুগুলি মূলত পূর্ত, সেচ, পুর ও নগরোন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের অধীনে। মুখ্যসচিব জানান, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এ বছর একাধিক সেতু ও রাস্তার কাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই আগাম প্রস্তুতি না থাকলে বড় বিপর্যয় ঘটতে পারে। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আগে থেকেই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা গেলে ক্ষতিগ্রস্ত কাঠামো দ্রুত মেরামত করা সম্ভব হবে।

ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলিতে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছে পূর্তদফতর। পাশাপাশি বাঁধ মেরামতির দায়িত্ব নিয়েছে সেচদফতর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্ত কাজ শেষ করতে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বিপর্যয়ের পর জল নামার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই মুখ্যসচিব স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, লার্ভা নিধন এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top