১৯ জুন ২০২১ :
শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন ভারতীয় কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং । তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতের পাশাপাশি সকল ক্ষেত্রের ব্যাক্তিত্বরা শোকস্তব্ধ। তাঁকে এ বার অভিনব কায়দায় শ্রদ্ধা জানালো ডব্লু টি সি ফাইনালে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটাররা। সাউদাম্পটনে ডব্লু টি সিফাইনালের ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটারররা কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছেন।
https://twitter.com/BCCI/status/1406184728168833032
এজেস বোলে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা।বিসিসিআইয়ের টুইটারে জানানো হয়েছে, কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল টিম ইন্ডিয়া।উল্লেখ , ৫ দিন আগেই করোনা কেড়ে নিয়েছে কিংবদন্তি মিলখা সিংয়ের স্ত্রীকে। এ বার মারণ ভাইরাস কেড়ে নিল ভারতের তারকা অ্যাথলিট মিলখা সিংকে।