মিলনগড় স্টেশন থেকে উদ্ধার ১১ বছরের অজ্ঞাত পরিচয়ের বালক

মিলনগড় স্টেশন থেকে উদ্ধার ১১ বছরের অজ্ঞাত পরিচয়ের বালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মিলনগড় স্টেশন থেকে উদ্ধার ১১ বছরের অজ্ঞাত পরিচয়ের বালক। পুলিশের তৎপরতায় মাথা গোঁজার ঠাঁই পেল স্টেশনে ঘোরাঘুরি করা এক অজ্ঞাত পরিচয়ের নাবালক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মিলনগড় স্টেশনে এক অজ্ঞাত পরিচয়ের নাবালককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপর তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত পরিচয় ওই নাবালকের নাম গনেশ বিশ্বাস(১১)। সে জানিয়েছে, তার বাবা নেই দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছে। পুলিশের পক্ষ থেকে গনেশের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং নতুন জামা কাপড় দেওয়া হয়েছে।

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নাবালকটি কে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। সেখানে কাউন্সেলিং করে সঠিক ঠিকানা জেনে নাবালকটি কে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার সেকেন্ড অফিসার রামপ্রসাদ চাকলাদার বলেন, “বৃহস্পতিবার দেড়টা নাগাদ ফোন আসে মিলন গড়ে স্টেশনে একটি বাচ্চা ছেলে ঘোরাফেরা করছে। আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করি। সে তার বাড়ির ঠিকানা যেখানে বলছে সেখানে যোগাযোগ করে আমরা সঠিক ঠিকানা পাচ্ছি না। বাচ্চাটিকে তাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কাছে দেওয়া হবে। তারা সঠিক কাউন্সেলিং করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে”।

 

গনেশ বিশ্বাস নামে নাবালক বলে, “আমার বাবা নেই দাদার সঙ্গে ঝগড়া করে ট্রেনে উঠে গেছিলাম। বাড়ি নবদ্বীপে। ট্রেন থেকে নামলে পুলিশ আমাকে নিয়ে আসে। আমাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় দিয়ে খেতে দিয়েছে। তাই আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানেই থাকব।আপাতভাবে বাচ্চাটির কথা শুনে পুলিশ মনে করছে সে অনাথ। হয়তো তার বাড়িতে সঠিক ভাবে খাওয়া থাকার ব্যবস্থা নেই। তাই পুলিশের কাছ থেকে যত্ন পেয়েছে সে খুব খুশি। থেকে যেতে চাইছে পুলিশের কাছেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top