২৬ মার্চ, করোনা ভাইরাসকে রুখতে এই ভাইরাস নিয়ে পরীক্ষা করার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজের পর এবার ছাড়পত্র পেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ।এ যেন চিন্তার মধ্যেও একটু স্বস্তির দিশা।করোনা পরীক্ষা করার জন্য রাজ্যে এল আরও ১০০০ কিট।নাইসেডের উপর চাপ কমাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে এই সাফল্য বলেই জানাচ্ছেন সকলে।
আগামী সোমবার থেকেই শুরু হবে পরীক্ষা।আপাতত কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে হবে করোনা টেস্ট।স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পাওয়ার পরেই ল্যাবের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।ইতোমধ্যেই ‘ডেমো টেস্ট’ হিসেবে নমুনা পাঠানো হয়েছে পুনেতে।জানা গিয়েছে, করোনা পরীক্ষার জন্য কিট এলেও নমুনা পরীক্ষার জন্য কীটের সংখ্যা খুবই কম।সম্প্রতি মুম্বাই ১৫০টি কিট সরবরাহ করেছে কিন্তু তার থেকে বেশি আর সরবরাহ করতে পারবে না, এমনটাই জানায় তারা।
রাজ্য সরকার করোনা হাসপাতালের কথা আগেই তুলেছিল তবে পরে গোটা মেডিক্যাল কলেজেই করোনা চিকিৎসায় হবে বলে জানানো হয়। থাকবে ৩০০০টি বেড। সেই অনুযায়ী ওয়ার্ডে থাকা সমস্ত রোগীদের সরিয়ে দেওয়া হয় অন্যত্র। দেশের প্রথম করোনা হাসপাতাল হিসেবে নাম উঠে আসে মেডিক্যাল কলেজের। কিন্তু পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই এবার নিউ টাউনে আরও একটি পুরোদস্তর করোনা হাসপাতাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।